শুষ্ক ত্বকে অতিরিক্ত ব্রন: কী করবেন?
তৈলাক্ত ত্বকের ব্রন দেখে অভ্যস্ত থাকেন অনেকে। কিন্তু শুষ্ক ত্বকে ব্রন- এমন সমস্যা কেন হয় বা কীভাবে এর নিরাময় সম্ভব- সেটা নিয়ে কখনো ভেবেছেন কি? আপনিও যদি এমন সমস্যার মুখোমুখি হয়ে থাকেন, তাহলে এই লেখাটি আপনার জন্যই!
কেন ব্রন হয়?
আপনার ত্বক যেমনই হোক না কেন, তাতে তেল উৎপন্ন হলে বাইরের ময়লা, মরা চামড়া সবকিছু মিলিয়ে লোমকূপে ব্রন তৈরি হয়। বয়সের সাথে সাথে ত্বক শুষ্কতর হতে শুরু করলেও খাদ্যাভ্যাস, মানসিক চাপ, পরিবেশ ইত্যাদি কারণে ব্রনের পরিমাণ বাড়তে থাকে।
শুষ্ক ত্বকের অতিরিক্ত ব্রন প্রতিরোধ করতে-
১। ত্বকের জন্য যথাযথ ময়েশ্চারাইজার নিশ্চিত করুন।
২। দিনে অন্তত দুবার ত্বক ভালোভাবে পরিষ্কার করুন।
৩। মরা চামড়া সরিয়ে লোমকূপ পরিষ্কার করে তুলতে রেটিনল ব্যবহার করুন।
৪। ত্বকে স্ক্রাব করুন, কিন্তু সেটা যেন অতিরিক্ত পরিমাণে না হয়ে যায় সেই ব্যাপারে খেয়াল রাখুন। একইসাথে চিকিৎসকদের সাথে কথা বলে যথাযথ স্কিন ট্রিটমেন্টও বেছে নিতে পারেন। তবে অতিরিক্ত ট্রিটমেন্টের কারণে ত্বকে যেন বাড়তি চাপ না পড়ে যায় সেদিকেও খেয়াল রাখুন।
Share this article

