Top

ত্বক সাধারণত প্রাকৃতিকভাবেই নিজ সৌন্দর্য বজায় রাখে। তবে আপনার নিয়মিত কিছু কাজ এই ত্বককে আরো বেশি সুন্দর করে তুলতে পারে। চলুন জেনে আসি সেগুলো কী!

১। প্রতি সপ্তাহে একদিন মেকআপ ব্রাশ ও অন্যান্য টুলস পরিষ্কার করুন। এতে করে আপনার ত্বকে ব্রণ ও ত্বকের অন্যান্য সমস্যা কমে আসবে।

২। যেকোনো বিশেষজ্ঞের মতেই- প্রতিদিন এসপিএফ ব্যবহার করলে ত্বক সুস্থ থাকে। শুধু গ্রীষ্মকালেই নয়, ৩০ এর বেশি এসপিএফ ব্যবহার করুন শীতকালেও।

৩। মেকআপ ওয়াইপস ত্বকের মেকআপ সরিয়ে ফেললেও নানারকম ময়লা ও তেল জমিয়ে রাখতে সাহায্য করে। তাই মেকআপ ওয়াইপ ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং দিনে দুবার ত্বকে ক্লিনজার ব্যবহার করুন।

৪। খাদ্যতালিকা থেকে চিনি বাদ দিয়ে ভিটামিন সি বেশি বেশি রাখুন। এতে আপনার ত্বকের কোলাজেন উৎপন্ন হবে এবং আপনি আরো বেশি সুস্থ থাকবেন।

৫। ঘুমানোর আগে মুখের মেকআপ অবশ্যই পরিষ্কার করুন। এতে ত্বকের লোমকূপে ময়লা, ধুলোবালি আর তেল জমে থাকবে না এবং ত্বকের সুস্থতা বৃদ্ধি পাবে অনেকগুণ।

Post a Comment