ঘামের দুর্গন্ধ এড়িয়ে চলুন এই গরমে!
গরম মানেই ঘামের সাথে বাড়তি ব্যাকটেরিয়া, জীবাণু, আর সেখান থেকে তৈরি হওয়া দুর্গন্ধ। তবে কিছু ব্যাপার মাথায় রাখলে সহজেই কিন্তু ঘামের দুর্গন্ধ থেকে এই গরমে বেঁচে যেতে পারেন আপনি। কীভাবে?
চলুন টিপসগুলো দেখে নেওয়া যাক!
১। গরমকালে শরীরে ঘামের দুর্গন্ধ ও ঘাম দুটোই তাড়িয়ে দিতে নিয়মিত গোসল করুন। সাথে পানিতে হালকা কোলন মিশিয়ে নিতে পারেন। এতে করে পানি ঠান্ডা ও সুগন্ধী হয়ে উঠবে।
২। গোসল শেষে হালকা ভেজা ত্বকে খানিকটা ডিওডোরেন্ট ব্যবহার করুন। খুব সহজেই অনেকটা সময় এই সুগন্ধ থেকে যাবে আপনার শরীরে।

৩। চন্দন কাঠ, গোলাপ ইত্যাদি প্রাকৃতিক উপাদান আছে এমন শাওয়ার জেল ও বডি শ্যাম্পু ব্যবহার করুন।
৪। গরমে সুতি কাপড় ও অন্তর্বাস পরার চেষ্টা করুন। এতে করে আপনি যেমন আরাম বোধ করবেন, তেমনি শরীরে ঘাম উৎপন্ন হবে কম।
৫। খুব কড়া কোনো সুগন্ধী না বেছে হালকা, লেবুজাতীয় সুগন্ধী বেছে নেওয়ার চেষ্টা করুন।
৬। বেকিং সোডা ও পানির মিশ্রণ বগলে মেখে পরে ধুয়ে ফেলুন। চাইলে এই মিশ্রণে খানিকটা লেবুর রসও মিশিয়ে নিতে পারেন। এতে করে আপনার ত্বক থেকে ঘামের গন্ধ দূর হয়ে যাবে খুব সহজেই।
Share this article