চুলের বৃদ্ধিতে ব্যবহার করুন ঘরে তৈরি হেয়ার প্যাক
গাছের বৃদ্ধির জন্য যেমন পরিমাণ মতো সার প্রয়োগ করতে হয়, তেমনি চুলের বৃদ্ধিতে নিয়মিত যত্ন করতে হয়। অতিরিক্ত রৌদ্র, দূষণ, আবহাওয়ার পরিবর্তন ও মানসিক চাপের ফলে আমাদের চুলের সমস্যা দেখা দেয় এবং চুল নিস্তেজ হয়ে পড়ে। এই সমস্যা থেকে মুক্তির জন্য আমরা নিজেরাই বাসায় প্রাকৃতিক উপাদান দিয়ে হেয়ার প্যাক তৈরি করে ব্যবহার করতে পারি। চুলের যত্নে সেটা বিস্ময়কর কাজ করবে।
শুষ্ক চুলের জন্য হেয়ার প্যাক
বেসন, টক দই এবং অলিভ অয়েল পরিমাণ মতো মিশিয়ে শুকনো চুলে মিশ্রণটি লাগান। ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। বেসন আপনার চুলের গোড়া শক্ত করবে, টকদই ও অলিভ অয়েল চুল চকচকে করতে সাহায্য করবে।
সাধারণ চুলের জন্য হেয়ার প্যাক
ডিমের সাদা অংশ, বেসন এবং বাদামের গুঁড়া পরিমাণ মতো মিশিয়ে চুলে মিশ্রণটি লাগান। ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি আপনার চুলের গোড়া শক্ত করতে সাহায্য করবে।

তৈলাক্ত চুলের জন্য হেয়ার প্যাক
নারকেলের দুধের সাথে বেসন এবং মেথি পরিমাণ মতো মিশিয়ে চুলে মিশ্রণটি লাগান। ১ ঘন্টা অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি আপনার চুলের গোড়া শক্ত এবং চুল মসৃণ করতে সাহায্য করবে।
তাছাড়া আমলকির রসের সাথে অ্যালোভেরা মিশিয়ে চুলে লাগালে চুল নরম হবে এবং কন্ডিশনারের কাজ করবে। পেঁয়াজের রসের সাথে মেথি এবং টক দই মিশিয়ে চুলে লাগালে চুলের গোঁড়া শক্ত হয়।
Share this article