Top

যাদের চুল সারা বছরই রুক্ষ থাকে, চুলের গোড়ায় ময়লা জমে, চুল নিষ্প্রাণ থাকে, তারা যদি নিয়মিত চুলের পরিচর্যা করেন, তাহলে এসব সমস্যার সমাধান সম্ভব। আমাদের মায়েরা প্রায়ই বলেন রাতে বেশি করে তেল দিয়ে সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে। এতে খুশকি হয় না, চুলের গোড়ায় ময়লা জমে না। এর সাথে সাথে যদি প্রাকৃতিক উপাদান দিয়ে বাসায় বিভিন্ন ধরনের প্যাক তৈরি করা যায়, তাহলে বেশ উপকৃত হবেন। শুষ্ক এবং ক্ষতিগ্রস্ত চুলের জন্য বাসায় তৈরি হেয়ার প্যাক সবচেয়ে ভালো সমাধান। এতে চুলের গোড়া শক্ত হবে, প্রাকৃতিক আর্দ্রতা যোগাবে, এবং চুল চকচক করতে সাহায্য করবে।

ডিমের কুসুমের ব্যবহার

ডিমের কুসুম আপনার চুলের বেলায় বিস্ময়কর কাজ করে, কারণ ডিমের কুসুম পুষ্টি উপাদান ও প্রোটিনে ভরপুর। কুসুমের সাথে দুই ফোঁটা লেবুর রস মিশিয়ে চুলে লাগালে আপনার চুলে আর্দ্রতা বৃদ্ধি করবে এবং লম্বা ও ঘন হতে সাহায্য করবে।

অ্যালোভেরা ব্যবহার

শুষ্ক ও ক্ষতিগ্রস্ত চুলের জন্য অ্যালোভেরা ব্যবহার দীর্ঘদিন ধরে চলে আসছে। এর কারণ অ্যালোভেরার ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য ও ভিটামিনের প্রাচুর্য। অ্যালোভেরা ভালোভাবে মিশিয়ে চুলে ব্যবহার করে ১৫ মিনিট রেখে দিন, তারপর ভালোভাবে ধুয়ে ফেলুন।

দুধ এবং মধুর ব্যবহার

শুষ্ক ও ক্ষতিগ্রস্ত চুল পুনরুজ্জীবিত করতে দুধ ও মধু একসাথে মিশিয়ে ব্যবহার করুন। এটি চুল উজ্জ্বল করতে সাহায্য করবে।

দইয়ে ব্যবহার

দই পুষ্টিগুণে ভরপুর, যা চুলকে শক্তিশালী করে ও স্বাস্থ্যকর বৃদ্ধি নিশ্চিত করে। এর সাথে মধু মিশিয়ে চুলে ব্যবহার করলে চুলে কোমলতা আসে।

Post a Comment