স্কিনে প্লাম্পনেস আনা কি কঠিন?
বর্তমান সময়ে প্লাম্প স্কিন শব্দটি অনেক বেশি পরিচিত হয়ে উঠছে। প্রশ্ন হচ্ছে, প্লাম্প স্কিন কী এবং কীভাবে পাওয়া সম্ভব। শুনতে অনেক ভারী ব্যাপার মনে হলেও আদতে প্লাম্প স্কিন পাওয়াটা কিন্তু মোটেও খুব একটা কঠিন কাজ নয়।
প্লাম্প স্কিন কী?
প্লাম্প স্কিন বলতে মূলত সুস্থ ও হাইড্রেটেড ত্বককে বোঝানো হয়। সূর্যের নিচে গেলেই অনেকসময় কি আপনার ত্বক শুকনো, ফ্যাকাশে মনে হয়? এর ঠিক উল্টোটাই হলো পাল্প স্কিন। মূলত, হায়ালিউরনিক, ইলাস্টিন ও কোলাজেনের মতো উপাদানগুলো ত্বকে প্রাকৃতিকভাবেই উৎপাদিত হয়। তবে বয়স ও পারিপার্শ্বিকতাভেদে এই পরিমাণ কমে আসে আর ত্বক হয়ে ওঠে রুক্ষ-শুষ্ক।

কীভাবে স্কিন প্লাম্পনেস বৃদ্ধি করবেন?
সতর্কতার সাথে ত্বকের যত্নে ব্যবহারকারী প্রসাধনী বেছে নিলেই আপনার স্কিন প্লাম্পনেস অনেকটাই বৃদ্ধি করা সম্ভব। এক্ষেত্রে-
১। ত্বকে ময়েশ্চারাইজার বাড়িয়ে তোলে এমন প্রসাধনী বাছুন,
২। এমন প্রসাধনী বেছে নিন যেটাতে কোলাজেন আছে,
৩। ত্বকের যত্নে সেই পণ্যগুলোই বাছুন যেগুলোতে কোলাজেন, হায়ালিউরনিক এসিড, পেপটাইডস ইত্যাদি রয়েছে, এবং
৪। নিয়মিত সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে দূরে থাকতে সানস্ক্রিন ব্যবহার করুন।
পেপটাইড ও রেটিনল ধরনের উপাদানগুলো ত্বকের কোষকে সারিয়ে তুলতে এবং দীর্ঘমেয়াদী ত্বকের যত্নে সাহায্য করে। তাই এই সহজ প্রক্রিয়াগুলো অনুসরণ করে খুব সহজেই প্লাম্প স্কিন পেয়ে যেতে পারেন আপনি।
Share this article