Top

কোন হেয়ার কাট মানাবে, ব্লাশ, ব্রোঞ্জার বা কনট্যুর কীভাবে অ্যাপ্লাই করতে হবে- মুখের গড়নভেদে এগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মুখের গড়ন বোঝার উপায় নিয়েই কিছু টিপস আপনাদের জানাবো এখন।

  • চোয়াল হালকা বাঁকানো বা গোলগাল হলে সেই মুখের গড়নকে ডিম্বাকৃতির বা গোলাকার বলা হয়। আর চোখা, কোণাকৃতির বা সূচালো হলে যথাক্রমে স্কয়ার, আয়তাকার বা হার্ট শেপের গড়ন হবে।
  • মুখ লম্বাটে ও প্রশস্ত হলে আয়তাকার বা ডিম্বাকৃতির মুখের গড়ন হবে।
  • মাথার চুল যতটা সম্ভব পেছনের দিকে টেনে বেঁধে একটি ছবি তুলতে হবে। এবারেই ছবির উপরে একটি স্বচ্ছ কাগজ রেখে মুখের আকারের চারপাশ দিয়ে ডট চিহ্ন আঁকতে হবে। এবার এই ডটগুলো জোড়া লাগিয়ে দিতে হবে। এর ফলে যে চিত্র ফুটে উঠবে তা স্কয়ার, আয়তাকার বা গোলাকার হতে পারে।
  • গাঢ় রঙের একটি আইলাইনার, লিপস্টিক বা ফাউন্ডেশন নিয়ে আয়নার সামনে এক হাত দূরে দাঁড়িয়ে আয়নায় নিজের প্রতিচ্ছবির উপর এঁকে নিতে হবে। তাহলেই বোঝা যাবে মুখের গড়ন ঠিক কেমন।
  • আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে একবার দেখে নিন। এরপর একবার ভাবুন কোন কোন তারকার মুখের আকৃতি আপনার মুখের আকৃতির সাথে মিলে যায়। সেসব তারকার ছবি কেটে একটা জায়গায় পাশাপাশি রাখুন। একত্রিত করা হয়ে গেলে ভাল করে দেখুন তাদের মুখের গড়ন কেমন। ব্যস, পেয়ে যাবেন আপনার মুখের গড়ন সম্পর্কে ধারণা।

Post a Comment