লোমকূপের মুখ ছোট দেখায় যেভাবে
লোমকূপের মুখ উন্মুক্ত থাকলে তা ত্বকের উজ্জ্বলতার উপর প্রভাব ফেলে। লোমকূপ অপেক্ষাকৃত ছোট এবং আঁটসাঁট হলে দেখতে ভালো লাগে। নিয়মিত ত্বকের যত্ন নিলে এই সমস্যার সমাধান হয়। এছাড়াও মেকআপ ব্যবহার করে সাময়িকভাবে এগুলো ঢেকে রাখা যায়। ফলে মেকআপ লুকটা সুন্দর হয়।
- প্রথমে মৃদু ও অয়েল ফ্রি ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। ত্বকের মৃত কোষ বা ব্যাকটেরিয়া দূর করতে একটি অ্যালকোহল ফ্রি টোনার বা মিসেলার ওয়াটার ব্যবহার করতে হবে। এরপর হাইড্রেটিং ময়েশ্চারাইজার ব্যবহার করে অন্ততপক্ষে ৫ মিনিট পর পরবর্তী ধাপে যেতে হবে।
- একটি পোর মিনিমাইজিং প্রাইমারের কিছুটা অংশ আঙুলের ডগায় নিয়ে যেখানে লোমকূপগুলো বড় দেখায়, সেখানে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতে হবে।
- এরপর একটি স্টিফ ব্রাশে ফাউন্ডেশন নিয়ে গোল গোল করে ঘুরিয়ে অ্যাপ্লাই করতে হবে। এর ফলে লোমকূপগুলো ঢেকে যাবে এবং ত্বকের উপর আর আলাদা করে বোঝা যাবে না। অ্যাপ্লাই করা হয়ে গেলে একটি ফাউন্ডেশন ব্রাশ নিয়ে পুরো মুখে একবার বুলিয়ে নিতে হবে।
- পাউডার পাফে কিছুটা সেটিং পাউডার নিয়ে পাফটাকে ভাঁজ করে আলতো চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে হবে।
- ব্যস, লোমকূপের সমস্যার সমাধান হয়ে গেল।
Share this article
