লিপস্টিক ব্যবহারের কৌশল
আবেদনময়ী লিপস্টিকের রং যেভাবে আনবেন
অল্প পরিমাণে লিক্যুইড লিপস্টিক নিয়ে ঠোঁটের মাঝখানে অ্যাপ্লাই করে দুই ঠোঁট একসাথে চাপ দিতে হবে। আঙুলের সাহায্যে লিপস্টিক পুরো ঠোঁটে দিয়ে নিতে হবে। আবারো লিপস্টিক ঠোঁটের মাঝ বরাবর দিয়ে একইভাবে পুরো ঠোঁটে দিয়ে নিতে হবে। এবার কিউপিড বো ও নীচের ঠোঁটের মাঝ বরাবর একটি ক্রিম হাইলাইটার ব্যবহার করতে হবে।
যেভাবে ঠোঁট বড় দেখাবে
উপরের ঠোঁটের মাঝখানের অংশ, অর্থাৎ কিউপিড বো-র লাইনের বাইরে দিয়ে লিপ লাইনারের সাহায্য এঁকে নিতে হবে। নীচের ঠোঁটের ক্ষেত্রে মাঝখানের অংশটুকু লাইনের বাইরে দিয়ে, এবং কোণার দিকের অংশগুলো ভেতরের দিক দিয়ে এঁকে নিতে হবে। কোণার দিক থেকে মাঝ বরাবর লিপ লাইনার দিয়ে ভরাট করতে হবে। এরপর পছন্দ অনুযায়ী লিপস্টিক ব্যবহার করতে হবে।
লিপ লাইনার যেভাবে ব্যবহার করবেন
দুই ঠোঁট শক্ত করে চেপে ধরলে ঠোঁটের লাইন স্পষ্ট হয়ে ওঠে। চাপ দিয়ে ধরে থাকা অবস্থাতেই লিপ লাইনার ব্যবহার করতে হবে। এই অবস্থাতেই লিপস্টিকও দিতে হবে, এবং ঠোঁট ছেড়ে দিলে দেখা যাবে লাইন অনুযায়ী সুন্দরভাবে লিপ লাইনার ও লিপস্টিক দেওয়া হয়েছে।
Share this article
