Top

ত্বক ভালোভাবে পরিষ্কার করলেও অনেকসময় মেকআপের অংশবিশেষ কিছুতেই উঠতে চায় না। মেকআপ তোলার এই টিপসগুলো মেনে চললে এই ঝামেলা থেকে খুব সহজেই মুক্তি মিলবে।

  • মেকআপ ওয়াইপস ব্যবহারের পর অবশ্যই পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে যাতে করে লোমকূপের গোড়ায় গিয়ে মেকআপের অবশিষ্ট অংশ জমা না হয়। এরপর ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
  • মেকআপ তোলার ক্ষেত্রে অবশ্যই ক্লিনজার ব্যবহার করতে হবে। চুলের গোড়ার আগপর্যন্ত, চিবুক ও কানের চারপাশ সহ পুরো মুখে ক্লিনজার দিয়ে ভালোভাবে ম্যাসাজ করতে হবে, এবং ১৫-২০ সেকেন্ড রেখে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে।
  • শতভাগ মেকআপ তোলার ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রথমে ভাপ নেওয়া। এর ফলে লোমকূপের মুখ খুলে যায়, এবং ক্লিনজার একেবারে ত্বকের গভীর থেকে মেকআপ পরিষ্কার করে।
  • মিসেলার ওয়াটার দিয়ে ত্বক পরিষ্কার করলে আলাদাভাবে আর ক্লিনজার ব্যবহার করতে হয় না। এটা ত্বক পরিষ্কারের পাশাপাশি ত্বককে আর্দ্রতা প্রদান করে।
  • চোখ সংবেদনশীল অঙ্গ হওয়ায় খুব সাবধানতার সাথে চোখের মেকআপ তুলতে হবে। বাজারে যে ভাল মানের আই মেকআপ রিমুভার পাওয়া যায় তা ব্যবহার করতে হবে।
  • এত কিছুর পরও ত্বকে মেকআপের অবশিষ্টাংশ থেকে যেতে পারে। তাই ভালো মানের একটি মেকআপ রিমুভার তুলায় ভিজিয়ে চেপে চেপে পুরো মুখে ম্যাসাজ করে নিতে হবে।

Post a Comment