Top

সদ্য কেনা বা খুব পছন্দের মেকআপ কিটটা হঠাৎ করে হাত থেকে পড়ে ভেঙে গেল! সেটা যদি কমপ্যাক্ট পাউডার জাতীয় মেকআপ প্যালেট, যেমন- আইশ্যাডো বা ব্লাশ হয়, তাহলে মাটিতে পড়ামাত্র তা ভেঙে অসংখ্য টুকরোয় পরিণত হয়। জিনিসগুলো ভেঙে যদি মাটিতে না পড়ে পুরোটাই কন্টেইনারের ভেতরে থেকে যায়, তাহলে সেটা পুনরায় ঠিক করা সম্ভব। কিন্তু কীভাবে?

আইশ্যাডো বা ব্লাশের প্যালেট খুব সতর্কতার সাথে খুলে একটি পরিষ্কার স্প্যাটুলা নিয়ে যে অংশগুলো এখনও অক্ষত রয়েছে, তা চূর্ণ-বিচূর্ণ করতে হবে। একদম পাউডারের মতো মসৃণ করে চেপে চেপে পুনরায় আগের অবস্থায় আনতে হবে।

হ্যান্ড স্যানিটাইজার বা আইসো প্রোপাইল অ্যালকোহল দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে। গুঁড়া করা পাউডারের মধ্যে কয়েক ফোঁটা আইসো প্রোপাইল অ্যালকোহল দিতে হবে, এবং স্প্যাটুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য করলে দেখা যাবে, পাউডারের সাথে অ্যালকোহল খুব সুন্দরভাবে মিশে গেছে।

আরেকবার চেপে চেপে উপরিভাগ মসৃণ করে ফেলতে হবে। সবশেষে ক্লিঞ্জ র‍্যাপ (পাতলা পলিথিন যেগুলো দিয়ে কিছু মোড়ানো হয়) দিয়ে পুরোটা ঢেকে দিয়ে শুকানোর জন্য সারারাত রেখে দিতে হবে।

ব্যস, ভাঙা প্যালেটটি আবার একদম নতুনের মতো হয়ে গেল!

Post a Comment