হাইড্রেটর ও ময়েশ্চারাইজার: পার্থক্য কী?
ত্বকের পানিশূন্যতা শুধু শুষ্ক বা ডিহাইড্রেটেড স্কিনের ক্ষেত্রে নয়, বরং তৈলাক্ত ত্বকের ক্ষেত্রেও দেখা দিতে পারে। শরীরের যেকোনো অংশের মতোই ত্বকেরও হাইড্রেশন প্রয়োজন। কিন্তু হাইড্রেশন ব্যাপারটা কী? ময়েশ্চারাইজার আর হাইড্রেশনের মধ্যে পার্থক্যটাই বা কী? চলুন দেখে নেওয়া যাক!
ময়েশ্চারাইজার বলতে মূলত এমোলিয়েন্টস, স্কোয়ালেন, হিউমেকট্যান্টস, অকালসিভ ইত্যাদি বোঝানো হলেও বর্তমানে বাজারের বিভিন্ন পণ্যে হাইড্রেটর আর ময়েশ্চারাইজারকে এক হিসেবে ভেবে নেওয়া হয়। ময়েশ্চারাইজার ও হাইড্রেটরের মূল পার্থক্য হলো, পানি দ্বারা হাইড্রেটরকে বোঝানো হলেও এটিই একমাত্র উপাদান নয় যেটি ত্বককে ময়েশ্চারাইজড করে।
ময়েশ্চারাইজার তেল দ্বারা তৈরি হতে পারে, আবার হাইড্রেটরও নানা রকম এসিড দ্বারা তৈরি হয়ে পারে।

হাইড্রেটর নাকি ময়েশ্চারাইজার, কোনটি ত্বকের সুস্থতায় বেশি ভালো?
বাজারে বাম থেকে শুরু করে ক্রিম, তেল অনেক উপাদানই আছে। তবে ত্বকের ধরনের উপর নির্ভর করে ময়েশ্চারাইজার, নাকি হাইড্রেটর বেছে নিবেন আপনি। সেক্ষেত্রে-
১। আপনার ত্বক শুষ্ক হলে একটু ঘন ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন,
২। আপনার ত্বক ডিহাইড্রেটেড হলে হাইড্রেটর সিরাম নিতে পারেন,
৩। আপনার ত্বক তৈলাক্ত হলে পানি আছে এমন হাইড্রেটর ও ময়েশ্চারাইজার হতে পারে আপনার জন্য পারফেক্ট!
তাই চিকিৎসকের সাথে কথা বলে এখনই আপনার পছন্দের প্রসাধনীটি বেছে নিন!
Share this article