সানস্ক্রিন ব্যবহার: কেন ও কীভাবে?
সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখতে সানস্ক্রিনের বিকল্প নেই। তবু আপনার মনে যদি প্রশ্ন আসে সানস্ক্রিনের উপকারিতা ও এর ব্যবহার প্রক্রিয়া সম্পর্কে, তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক এ ব্যাপারে বিস্তারিত!
কেন সানস্ক্রিন ব্যবহার করবেন?
১। সানস্ক্রিন আপনাকে সূর্যের ক্ষতিকারক ইউভিএ রশ্মি থেকে সহজেই দূরে রাখবে।
২। গবেষণানুসারে, সানস্ক্রিন ব্যবহারকারীদের ত্বকে অন্যদের তুলনায় ২৪ শতাংশ কম বয়সের ছাপ পড়ে। বলাই বাহুল্য, সানস্ক্রিন ত্বকের বয়স ধরে রাখে!
৩। সানস্ক্রিন ত্বককে স্কিন ক্যান্সারের হাত থেকে সুরক্ষিত রাখে।
৪। ত্বকের পিম্পল আর রুক্ষভাব অনেকটাই কমিয়ে আনে সানস্ক্রিনের নিয়মিত ব্যবহার।
৫। অতিরিক্ত রোদের তাপে ত্বকের জ্বলে যাওয়াকে প্রতিহত করে সানস্ক্রিন।
৬। ট্যানিং ভালো হলেও সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে ট্যান বেশ ক্ষতিকর একটি ব্যাপার। সানস্ক্রিন এই ট্যানিং রোধ করে।
৭। সানস্ক্রিন ওয়াটারপ্রুফ হওয়ায় বার বার ব্যবহার করতে হয় না সানব্লকের মতো। এটি আঠালো না হওয়ায় মেকআপ হিসেবেও ব্যবহার করা যায়।
মোটকথা, সানস্ক্রিন কাপড়ের চেয়েও আপনার ত্বককে সুস্থ রাখতে বেশি সাহায্য করে। আর তাই, প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করুন, এবং ব্যবহারের ক্ষেত্রে মনে রাখুন-
১। সানস্ক্রিনে যেন টাইটানিয়াম ডাইঅক্সাইড, ওএমসি, অ্যাভোবেনজন, জিংক অক্সাইড ইত্যাদি থাকে।
২। সানস্ক্রিনটি যেন নন-কোমেডোজেনিক এবং হাইপোঅ্যালার্জেনিক হয়।
৩। সানস্ক্রিনে যেন এসপিএফ ৩০ হয় ও ওয়াটারপ্রুফ হয়।
৪। সূর্যের নিচে যাওয়ার আধঘন্টা পূর্বে সানস্ক্রিন ব্যবহার করুন।
Share this article


