Top

ব্রনের দাগ, চোখের নীচের কালো দাগ বা ত্বকের যেকোনো অংশের দাগ ঢাকতে কনসিলার ব্যবহার করা হয়।

ফাউন্ডেশন ব্যবহারের আগে না পরে কনসিলার দিতে হবে?

সাধারণত ফাউন্ডেশন ব্যবহারের পরে কনসিলার ব্যবহার করা হলেও এর ফর্মুলার উপর নির্ভর করে যে আগে না পরে ব্যবহার করতে হবে।

ম্যাট কনসিলার হলে ফাউন্ডেশন ব্যবহারের আগে, আর ক্রিম কনসিলার হলে পরে ব্যবহার করতে হবে।

কনসিলার লিক্যুইড, স্টিক ও কেক ফরম্যাটে থাকে।

সঠিক কনসিলার নির্বাচন

ত্বকের রং অনুযায়ী সঠিক শেড নির্বাচন করা খুবই কঠিন এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। একদম পারফেক্ট ম্যাচের শেড পেয়ে গেলে তো খুবই ভালো, তবে না পাওয়া গেলে ত্বকের রঙের চেয়ে এক শেড হালকা এবং এক শেড গাঢ় অর্থাৎ দুটি কনসিলার ব্যবহার করতে হবে। আর গাঢ় শ্যামলা ত্বকের জন্য অবশ্যই কমলা রঙের কনসিলার ব্যবহার করতে হবে।

  • অয়েল ফ্রি বেজ মেকআপের জন্য ম্যাট মেকআপ কনসিলার।
  • ডিউই মেকআপের জন্য ক্রিমি মেকআপ কনসিলার।
  • ব্রনযুক্ত ত্বকের জন্য ক্ল্যারিফাইং মেকআপ কনসিলার।

যেভাবে কনসিলার অ্যাপ্লাই করতে হবে

মুখ ভালোভাবে পরিষ্কার করে, টোনার ও ময়েশ্চারাইজার ব্যবহারের পর প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। এরপর আঙুল বা মেকআপ ব্রাশ বা স্পঞ্জের সাহায্যে ফাউন্ডেশনের আগে বা পরে কনসিলার দিতে হবে।

ম্যাট বা ক্ল্যারিফাইং কনসিলার ব্যবহার করলে সেটিং স্প্রে আর ক্রিমি কনসিলার ব্যবহার করলে সেটিং পাউডার দিতে হবে।

Post a Comment