Top

আরো অনেক প্রসাধনীর মতোই সানস্ক্রিন বেছে নেওয়ার ক্ষেত্রেও দ্বিধায় ভুগতে পারেন আপনি। আসলেই তো, মিনারেল, নাকি কেমিক্যাল সানস্ক্রিন- কোনটি বেছে নেওয়া বেশি ভালো? চলুন দেখে নেওয়া যাক!

মিনারেল সানস্ক্রিন কী?

জিংক অক্সাইড বা টাইটেনিয়াম অক্সাইডের মতো অ্যাক্টিভ উপাদান আছে এমন সানস্ক্রিনকে মিনারেল সানস্ক্রিন বলা হয়। এই সানস্ক্রিন সূর্যের অতিবেগুনী রশ্মিকে দূরে রাখে।

কেমিক্যাল সানস্ক্রিন কী?

কেমিক্যাল সানস্ক্রিন মূলত একধরনের এসপিএফ, যেটি সূর্যের রশ্মি গ্রহণ করার জন্য অ্যাক্টিভ উপাদান ব্যবহার করে, সেগুলোকে হিটে পরিণত করে ত্বকের মাধ্যমে বের করে দেয়। এতে অক্সিবেনজোন, অ্যাভোবেনজন, অক্টিস্যালেটের মতো উপাদানগুলো থাকে।

কোন সানস্ক্রিনটি বেশি ভালো?

মিনারেল ও কেমিক্যাল সানস্ক্রিনের মধ্যকার সবচেয়ে বড় পার্থক্য হলো, একটি ইউভি রশ্মিকে দূরে সরিয়ে দেয়, অন্যটি এর উপকারী দিকগুলো গ্রহণ করতে সাহায্য করে।

আপনার ত্বকের ধরন ও জীবনযাপন পদ্ধতির উপর নির্ভর করে আপনি কোন সানস্ক্রিন বেছে নিবেন। অনেকে দুটি সানস্ক্রিনের মিশ্রণ ত্বকে ব্যবহার করেন। তবে চিকিৎসকেরা মিনারেল, অয়েল ফ্রি সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ বেশি দিয়ে থাকেন সবাইকে।  তবে আপনি কোন সানস্ক্রিনটি ব্যবহার করবেন সেটা সম্পূর্ণই নির্ভর করবে আপনার ত্বকের ধরন ও আরামের উপরে। তাই চিকিৎসকের সাথে কথা বলে নিজের ত্বক সম্পর্কে ভালোভাবে জেনে সানস্ক্রিন ব্যবহার করুন।

Post a Comment