Top

লেবুতে সাইট্রিক এসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় একে ত্বকের জন্য, বিশেষ করে ব্রনের জন্য উপকারী বলে মনে করেন অনেকে। তবে তাই বলে ব্রনের চিকিৎসায় লেবুর রসের সরাসরি ব্যবহার কতটা কার্যকর, চলুন জেনে নিই সেই ব্যাপারেই!

লেবুর রস ব্রনের ক্ষেত্রে কীভাবে কাজ করে?

  • লেবুর রস ত্বকের মরা চামড়া তুলতে সাহায্য করে। একইসাথে লোমকূপের মধ্যে জমে থাকা ময়লা বের করে আনে বলে ব্রনও দূর করতে সাহায্য করে এই লেবুর রস। এ রসে ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদানও বিদ্যমান থাকে।
  • লেবুর রসে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি। ত্বকের সৌন্দর্য রক্ষায় ভিটামিন সি-ও বেশ উপকারী উপকারী ভূমিকা পালন করে।
  • লেবুর রসে থাকা এসডিটি ত্বকের বাড়তি তৈলাক্তভাবও কমিয়ে আনে। ফলে ব্রনের উপদ্রবও কমে আসে।
  • ত্বকের প্রদাহ নিয়ে চিন্তিত হলে সেক্ষেত্রেও লেবুর রসে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামাটরি পদার্থ আপনাকে প্রদাহ থেকে সুরক্ষা দিতে পারে।

তবে এত কিছু সত্ত্বেও বিশেষজ্ঞরা লেবুর রস সরাসরি ত্বকে ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ দেন। তবে একান্তই লেবুর রস ত্বকে ব্যবহার করতে চাইলে হালকা করে ব্রনের উপরে মাখতে বলেন তারা। সেটাও প্রতিদিন একবারের বেশি নয়। অতি অবশ্যই ত্বকের উপরিভাগে ফাটল বা কোনো সমস্যা রয়েছে এমন স্থানে লেবুর রস মাখবেন না। বিশেষ করে, লেবুর রস মেখে যদি সূর্যের অতিবেগুনী রশ্মির সংস্পর্শে যাওয়া হয়, সেক্ষেত্রে ত্বকে বিশেষ রকমের র‍্যাশ দেখা দিতে পারে। তাই চেষ্টা করুন লেবুর রস ব্রনের চিকিৎসায় ব্যবহার না করতে, বা করলেও পানিতে মিশিয়ে, চিকিৎসকের পরামর্শ মেনে ব্যবহার করতে।

Post a Comment