বেজ মেকআপ করবেন যেভাবে
বেজ মেকআপের উপর পুরো মেকআপ লুক নির্ভর করে। তাই সঠিকভাবে বেজ মেকআপ করার কৌশল জানতে হবে।
- প্রথমে পুরো মুখে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। শুধু মুখ নয়, ঘাড়েও অ্যাপ্লাই করতে হবে, নইলে দুই জায়গার রং আলাদা হয়ে যাবে।
- একটি ভেজা বিউটি স্পঞ্জ নিয়ে ত্বকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে।
- এরপর চোখের নীচে ও ত্বকের অন্যান্য কালো অংশে কনসিলার ব্যবহার করতে হবে।
- এ পর্যায়ে সেটিং পাউডার দিয়ে মেকআপ সেট করে নিতে হবে।
- কিছু ল্যুজ ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে পুরো মুখে ব্যবহার করতে হবে।
- গালের অগ্রভাগে কিছুটা ব্লাশ অ্যাপ্লাই করতে হবে।
- এবার নাকের পালা। পছন্দসই হাইলাইটার দিয়ে নাক হাইলাইট করতে হবে।
- পুরো বেজ মেকআপ সেট করার জন্য সেটিং স্প্রে ব্যবহার করতে হবে।
- চোখের পাপড়িগুলোতে মাসকারা দিতে হবে।
- সবশেষে ঠোঁটে লিপস্টিক দিয়ে বেজ মেকআপ শেষ করতে হবে।

টিপস
- দীর্ঘস্থায়ী মেকআপের জন্য হাইড্রেটিং ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
- সবসময় সানস্ক্রিন ও প্রাইমার করতে হবে।
- ফাউন্ডেশনের ক্ষেত্রেও হাইড্রেটিং ফাউন্ডেশন নির্বাচন করতে হবে, এবং এর সাথে একটি ফেসিয়াল অয়েল মিশিয়ে নেয়া যেতে পারে।
Share this article