Top

বরফ ত্বকের পিম্পল রোধ করতে সাহায্য করে সেটা ঠিক। কিন্তু ঠিক কীভাবে? আপনি সঠিকভাবে বরফের ব্যবহার করছেন তো? চলুন জেনে নেওয়া যাক!

ব্রণের ক্ষেত্রে বরফ-

১। ত্বকের প্রদাহ ও ফুলে যাওয়া রোধ করে

বরফ পিম্পলের উপরে মাখলে সেটি রক্তনালীকে শিথিল করে প্রদাহ দূর করে। এতে করে কাজও হয় খুব দ্রুত!

২। লোমকূপের আয়তন কমিয়ে আনে

ব্রণ তৈরি হওয়ার মূল কারণই হলো ত্বকের লোমকূপে ঢুকে যাওয়া ধুলোবালি আর ময়লা। ত্বকে বরফ মাখলে এই লোমকূপগুলোর আয়তন কমে আসে, এবং ব্রণ জন্ম নেয় না।

বরফের সঠিক ব্যবহার কীভাবে করবেন?

১। সুতি কাপড়ে কয়েক টুকরো বরফ মুড়ে নিয়ে ত্বকে ১০ মিনিট মেখে, ৩-৪ মিনিট বিরতি নিয়ে আবার কিছুক্ষণ মাখুন। তবে অবশ্যই ২০ মিনিটের বেশি বরফ ত্বকে মাখবেন না।

২। ত্বকের ব্রণ খুব হালকা হলে ঠান্ডা পানি দিয়ে সকালে ও সন্ধ্যায় মুখ ধুয়ে ফেলুন।

৩। পানি, টমেটো ও লেবুর রস মিশিয়ে বরফ করে ত্বকে মাখুন। ছোট্ট এই কয়েকটি পদ্ধতিতেই আপনি বরফের সঠিক ব্যবহার করে ত্বকের ব্রণ কমিয়ে আনতে পারবেন।

Post a Comment