Top

মেকআপ করার ক্ষেত্রে যতটা আগ্রহ কাজ করে, দিনশেষে মেকআপ তোলার ক্ষেত্রে ঠিক ততটাই যেন অনাগ্রহ কাজ করে। কর্মক্ষেত্র, ঘোরাঘুরি, বা বিয়েবাড়ি থেকে ফিরে মেকআপ তোলার ব্যাপারে প্রচন্ড রকমের আলসেমি কাজ করতে থাকে। এই বদঅভ্যাসের কারণে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।

চোখের ইনফেকশন

মাসকারা থেকে শুরু করে আইশ্যাডো- এগুলো থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কণা চোখের ভেতরে গিয়ে জ্বালাপোড়া, লাল ভাব, বা মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে।

ব্ল্যাকহেডস

মেকআপ না তুললে তা লোমকূপগুলো বন্ধ করে দেয়, যার ফলে ব্ল্যাকহেডস দেখা দেয়।

ব্রণ

লোমকূপ আটকে যাওয়া এবং দীর্ঘ সময় মেকআপ ত্বকে থাকার কারণে ইনফেকশন হতে পারে, যা থেকে ব্রণ হয়।

শুষ্ক ঠোঁট

বাড়ি ফেরার পর রাতে লিপস্টিক না তুলে সেভাবেই ঘুমিয়ে পড়লে ঠোঁট দুটো শুষ্ক হয়ে ওঠে, কারণ লিপস্টিকে উপস্থিত রং বাইরে থেকে ঠোঁটে আর্দ্রতা পৌঁছতে দেয় না।

ত্বকের বুড়িয়ে যাওয়া

ত্বকের চিকিৎসার জন্য শরণাপন্ন হওয়ার চেয়ে নিয়মিত ও সবসময় ত্বকের যত্ন নেয়াই কি শ্রেয় নয়! মেকআপ না তোলার ফলে ত্বকের উপর এটি একটি প্রতিবন্ধক হিসেবে কাজ করে, এবং আর্দ্রতা না পৌঁছানোর কারণে ত্বক শুষ্ক হয়ে ওঠে। এছাড়াও মেকআপ প্রোডাক্টে উপস্থিত ফ্রি-র‍্যাডিকেলগুলো ত্বকের ভেতরে চলে যায়। ফলে অসময়েই ত্বক বুড়িয়ে যেতে শুরু করে।

Post a Comment