Top

ত্বকে কেটে বা পুড়ে যাওয়ার দাগ একবার পড়লে সেটা দূর করার বা কমিয়ে আনার উপায় নিয়ে আমরা আগেও কথা বলেছি। তবে দাগ যেন ত্বকে না পড়ে, সেটার প্রতিরোধে আগে থেকেই কী কী করা যায় এবার সেটা নিয়েই বলবো।

ত্বকের দাগ প্রতিরোধে দাগের ধরন ও সময়ভেদে রয়েছে ভিন্ন ভিন্ন ব্যবস্থা। চলুন জেনে নেওয়া যাক সেগুলো সম্পর্কে!

১। নতুন আঘাত

নতুন আঘাত পেয়েছেন ত্বকে কোনোভাবে? তাহলে প্রতিদিন দুবার পানি ও কম ক্ষারযুক্ত নন-সোপ ডিটারজেন্ট দিয়ে ক্ষতস্থানটি পরিষ্কার করে ফেলুন।

২। প্রদাহ থেকে হওয়া ত্বকের কালো দাগ

ইতোমধ্যেই প্রদাহের শিকার হয়েছে ত্বকের এমন স্থানে ওটিসি পণ্য, যেমন- হাইড্রোকুইনাইন, রেটিনয়েড এবং ভিটামিন সি ব্যবহার করুন। দাগ কমে আসবে।

৩। ব্রনের দাগ

ব্রনের দাগ যদি দীর্ঘদিনের হয়ে থাকে, তাহলে সেটা কমিয়ে আনার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কেমিকেল পিল বা মাইক্রোডার্মাব্রাসিয়ন ট্রিটমেন্ট ব্যবহার করতে পারেন।

৪। অ্যাট্রোপিক স্কার

ব্রণের দীর্ঘদিনের দাগ না তবে দাগ হতে পারে এমন স্থানে স্যালিসাইলিক এসিড ব্যবহার করলে ক্ষতভাব কমে আসবে।

Post a Comment