ঠোঁট গোলাপী করুন প্রাকৃতিক উপায়ে!
সুন্দর দাঁত আর সুন্দর মুখের হাসি নিমিষেই মলিন করে তুলতে পারে মলিন ঠোঁট। ঠোঁটকে তাই প্রাকৃতিকভাবেই গোলাপী করে তুলুন নিচের উপায়গুলো অনুসরণ করে!
১। ঠোঁটে ময়েশ্চারাইজার ব্যবহার করুন
ঠোঁটের শুষ্কতা ও ফেটে যাওয়ার কারণে ঠোঁট কালচে হয়ে যায় অনেক সময়। তাই চেষ্টা করুন সাথে সবসময় প্রাকৃতিক তেল আছে এমন কোনো লিপ বাম রাখার। ইচ্ছে হলে রাতে ঘুমানোর আগে সরাসরি ভিটামিন ই ঠোঁটে মাখতে পারেন।
২। প্রচুর পানি পান করুন
পানিশূন্যতা শুধু শরীরকে নয়, ঠোঁটকেও মলিন আর রঙহীন করে তোলে। তাই নিয়মিত প্রচুর পানি পান করুন।
৩। লিপস্টিকের নিচে লিপ বাম ব্যবহার করুন
লিপস্টিক অনেক ক্ষেত্রে ঠোঁটকে কালচে করে দেয়। শুষ্কতা ও রাসায়নিকের প্রভাব থেকে বাঁচতে তাই লিপস্টিপ ব্যবহারের আগে ঠোঁটে লিপ বাম মাখুন।
৪। ঠোঁটে স্ক্রাব করুন
ঠোঁটের মরা চামড়া দূর করতে চিনির স্ক্রাব ব্যবহার করতে পারেন। এছাড়া টুথব্রাশ দিয়ে হালকা ঘষেও নিতে পারেন!
৫। গোলাপের পাপড়ি ব্যবহার করুন
গোলাপের পাপড়ি, সাথে এক চা চামচ মধু ও মিল্ক পাউডার একসাথে ব্লেন্ড করে ঠোঁটে মাখুন, এবং ১০-১৫ মিনিট পর সুতি কাপড় দিয়ে মুছে ফেলুন। এছাড়াও ঠোঁটের রঙ গোলাপী রাখোতে ধূমপান ও সূর্যের অতিবেগুনী রশ্মি থেকেও দূরত্ব বজায় রাখুন।
Share this article

