চোখ বড় দেখানোর উপায়
যাদের চোখ অপেক্ষাকৃত ছোট হয়, মেকআপের মাধ্যমে তাদের চোখ বড় দেখানো যেতে পারে। মেকআপ করার ক্ষেত্রে এই কৌশলগুলো জানা থাকতে হবে-
- মেকআপ শুরুর আগে চোখ দুটোকে আগে সাজিয়ে নিতে হবে। আই ক্রিম বা আন্ডার আই প্যাচ ব্যবহার করলে চোখ দুটো ফোলা ফোলা দেখাবে, আর্দ্রতা প্রদান করবে এবং ডার্ক সার্কেল ঢেকে দিবে।
- চোখের বাইরের কোণার দিক থেকে আইল্যাশ লাগাতে হবে। কেউ চাইলে চোখের উপর ও নীচ- দুই পাপড়ির সাথেই আইল্যাশ লাগাতে পারে।
- ভ্রুয়ের হাড়ের অংশে হাইলাইটার ব্যবহার করতে হবে। এতে ভ্রুয়ের নীচের অংশকে একটি সুন্দর শেপ দেওয়া যায়।
- চোখের পুরো অংশকে আরো বড় দেখানোর জন্য উজ্জ্বল রঙের কনসিলার ব্যবহার করতে হবে। চোখের নীচের দিকে অনেকটা তিন কোণা আকারে কনসিলার অ্যাপ্লাই করতে হবে।
- চোখ বড় দেখানোর জন্য ভ্রুয়ের খুব কাছ থেকে আইশ্যাডো দিতে হবে। এতে চোখের পাতার পাশাপাশি চোখগুলোকে বড় বড় দেখাবে।
- উজ্জ্বল রঙের আইশ্যাডো ব্যবহার করতে হবে।
- চোখের ওয়াটার লাইনে সাদা বা ন্যুড আইলাইনার ব্যবহার করলে চোখ খানিকটা বড় দেখাবে।
- ভ্রুয়ের হাড় ও চোখের ভেতরের কোণায় কিছুটা শিমার ব্যবহার করতে হবে।
- আইল্যাশগুলোকে কার্ল করতে হবে।
- চিকন করে আই লাইনার দিতে হবে।
Share this article
