Top

মেকআপের পর চোখের নীচের অংশের মেকআপ ফেটে গেলে খুবই অস্বস্তিকর একটা অবস্থার সৃষ্টি হয়। এই সমস্যা দূর করতে কনসিলার সঠিকভাবে ব্যবহার করা অত্যাবশ্যক।

  • চোখের নীচে অনেক বেশি পরিমাণে কনসিলার ব্যবহার করলে এমন হতে পারে। তাই চোখের পাপড়ির নীচের দিকে কেবলমাত্র তিন ডটের সমান কনসিলার ব্যবহার করতে হবে। দুই চোখের কোণায় দুই ডট এবং মাঝখানে একটা ডট। এর ফলে ঐ অংশ উজ্জ্বল দেখাবে, কালো দাগ দূর হবে।
  • কনসিলার অ্যাপ্লাই করার সময় ভালোভাবে শুকাতে দিতে হবে। কয়েক মিনিটের জন্য শুকাতে দিতে হবে। এরপর একটি ভেজা মেকআপ স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করতে হবে। এই সময়ের মধ্যে ভ্রু ও কনট্যুরিংয়ের কাজগুলো করে নিতে হবে। ব্লেন্ড করার ২-৩ মিনিট পর পাউডার ব্যবহার করতে হবে।
  • কনসিলার ব্যবহার শেষে ঐ ভেজা স্পঞ্জ দিয়েই লুজ পাউডার চোখের নীচে ব্যবহার করতে হবে।
  • এরপর কনসিলারের উপর হালকা থেকে মোটা প্রলেপের আকারে পাউডার ব্যবহার করতে হবে এবং কয়েক মিনিট রেখে দিতে হবে। সেট হয়ে গেলে একটি ফ্লাফি ব্রাশ দিয়ে অতিরিক্ত পাউডার ঝেড়ে ফেলতে হবে। ব্যস, হয়ে গেল!

Post a Comment