Top

চোখের তলার কালো ছাপ, বা চোখজুড়ে থাকা ফোলা ভাব নিয়ে চিন্তা? আপনার চোখের এই নাছোড়বান্দা ডার্ক সার্কেল আর ব্যাগের কারণ যেমন হতে পারে কম ঘুম, খাদ্যাভ্যাস বা মানসিক চাপ, তেমনি জেনেটিক কারণেও দেখা দিতে পারে এই সমস্যা। তবে প্রতিদিনের এই সমস্যা দূর করতে লেজার বা নিডল ট্রিটমেন্টের কথা ভাববেন না যেন একদমই!

না, চোখে শসা বা আলুর টুকরো দেওয়ার কথা বলছি না। কোন দামী পদ্ধতিও না। আজ আপনাকে বলতে যাচ্ছি এমন কিছু টিপস যেগুলোর মাধ্যমে খুব সহজেই, সাশ্রয়ী উপায়ে চোখের নিচের ডার্ক সার্কেল আর ব্যাগ দূর করতে পারবেন আপনি!

রেটিনয়েড গ্রহণ করুন

ত্বকের পাতলা ভাবের জন্য অনেক ক্ষেত্রে চোখের নিচে ডার্ক সার্কেল দেখা যায়। সেক্ষেত্রে ত্বক পুরু করতে রেটিনল গ্রহণ করুন। রেটিনল কোলাজেনের উৎপাদন বৃদ্ধি অরে ত্বকের স্বাস্থ্যকে উন্নত করে তুলবে।

চিত হয়ে এক্সট্রা বালিশে ঘুমান

যদি সকালে ঘুম থেকে উঠলেই চোখে ফোলাভাব দেখা দেয় সেক্ষেত্রে ঘুমানোর সময় মাথা একটু উঁচুতে রাখুন। চিত হয়ে বিছানায় শুয়ে মাথায় এক্সট্রা একটি বালিশ দিন। এতে বডি ফ্লুইড ও অ্যালার্জি থেকে দূরে থাকতে পারবেন।

সানস্ক্রিন ও উপকারী উপাদান ব্যবহার করুন

চোখের নিচে ডার্ক সার্কেল মূলত পিগমেন্ট বৃদ্ধি পেলে হয়। সেক্ষেত্রে সানস্ক্রিন ব্যবহার করুন, এবং একইসাথে ভিটামিন সি, কোজিক অ্যাসিডের মতো ত্বক উজ্জ্বলকারী উপাদান খাবারে রাখুন।

অ্যান্টিহিস্টামিন গ্রহণ করুন

অনেক সময় অ্যালার্জির কারণে চোখের নিচে কালোভাব হওয়া বা চোখ ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যার সমাধানে অ্যান্টিহিস্টামিন গ্রহণ করুন।

মেক-আপ তুলুন সঠিক উপায়ে

অনেক সময় ভুলভাল মেক-আপ ব্যবহার ও মেক-আপ তোলার ভুল উপায় বেছে নেওয়ায় আমাদের ত্বক আক্রান্ত হয়। এর ফলে তৈরি হয় ডার্ক সার্কেল আর চোখের নিচের ফোলা ভাবের মতো সমস্যা। তাই মেক-আপ ব্যবহার ও তোলার সময় সতর্কতা অবলম্বন করুন।

Post a Comment