Top

মেকআপের ক্ষেত্রে কনসিলারকে ‘গেম চেঞ্জার’ বলা যেতে পারে। এটি কেবল চোখের নীচের ত্বকের দাগ ও ব্রন ঢেকে দেয় না বরং একটু অন্যভাবে ব্যবহার করলে তা চেহারার লুকই পাল্টে দিতে পারে।

  • সাধারণত একটি ভেজা মেকআপ স্পঞ্জ দিয়ে কনসিলার ব্যবহার করা হয়। তবে সারাদিনের জন্য রাখতে চাইলে আরেক লেয়ার কনসিলার ব্যবহার করতে হবে। তবে এক্ষেত্রে স্পঞ্জের পরিবর্তে ঘন কনসিলার ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এবং এর উপরে কিছুটা পাউডার অ্যাপ্লাই করতে হবে।   
  • কনসিলার দীর্ঘক্ষণ ত্বকে রাখার আরেকটা উপায় হচ্ছে যেসব জায়গায় কনসিলার ব্যবহার করতে চান সেসব জায়গায় অ্যাপ্লাইয়ের পর ১-৩ মিনিট শুকানোর জন্য রেখে দিন। এর মধ্যেই কনসিলার ত্বকে সেট হতে শুরু করবে। তবে পুরোপুরি সেট হয়ে যাওয়ার কিছু আগেই ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে।

কনসিলার ব্যবহারের পর প্রায় ১০-২০ মিনিট শুকানোর জন্য রেখে দিলে তা চেহারায় একটা ন্যাচারাল লুক এনে দিবে। ক্ষেত্র বিশেষে এবং মেকআপের পণ্যের উপর নির্ভর করে এই সময় আরো কমও হতে পারে। কনসিলারের সঠিক ও কৌশলপূর্ণ ব্যবহার ত্বকে ন্যাচারাল লুক এনে দিতে পারে।

Post a Comment